আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী: রমজান বিষয়ক হাদীস

রমজান বিষয়ক হাদীস

রমজান বিষয়ক হাদীস :

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্নিত। রাসূল সঃ বলেছেন, যে ব্যক্তি রমজানের কোন একটি রোযাও রোগ ব্যাধি বা কোন বৈধ কারন ছাড়া ভঙ্গ করে,সে যদি সারা জীবনও রোযা রাখে তবু তার কাযা আদায় হবে না।
(তিরমাযী, আবু দাউদ নাসাঈ।)