আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী: রমজান মাসে কি করবেন
Showing posts with label রমজান মাসে কি করবেন. Show all posts
Showing posts with label রমজান মাসে কি করবেন. Show all posts

রমজান মাসে কি করবেন, কেন করবেন, কিভাবে করবেন?

রমজান মাসে কি করবেন, কেন করবেন, কিভাবে করবেন? 

রহমত, মাহফিরাত ও নাজাতের সুখবর নিয়ে আসে মাহে রমজান । এ রমজানের সে সদ্ববহার করতে পেরেছে সেই সফলকাম, আর যে পারেনি সে পুরোপুরি ব্যর্থ । রমজানের পরিপূর্ণ হক আদায়ে আসুন জেনে নিই কি করা উচিত, আর কি অনুচিত...

১। রমজান মাসে কুরআন তিলওয়াত করুন বেশী বেশী, পারলে কয়েকবার খতম করুন ।  এ মাসে প্রতি হরফের জন্য ৭০ নেকী বরাদ্দ করা হয়ে থাকে যেটি পূর্বে ১০ নেকী ছিলো । 
২। নিয়মিত নামাজ আদায় করুন, এক ওয়াক্তও মিস করবেননা । 
৩। নিয়মিত হাদিস পড়ুন এবং সে অনুযায়ী আমল করুন । 
৪। রোজা রাখার উদ্দেশ্যে সেহরী খান এবং সময়মত ইফতার করুন । 
৫। কোনসময় ভোর রাতে উঠতে না পারলেও নিয়ত করে রোজা রেখে দিন । 
৬। রোজা রেখে কোনপ্রকার খারাপ কাজে শামিল হবেননা । 
৭। ঝগড়া বিবাদ, মিথ্যা বলা, গীবত করা এসব থেকে দূবে থাকবেন । 
৮। জীবনে যে নামাজ কখনো পড়েননি, তাহাজজুদ, আউয়াবীন, ইশরাক এসব নামাজ পড়ুন । 
৯। সালাতুত তসবীহ পুরো মাসে অন্তত একবার হলেও পড়ুন । 
১০। বেজোড় রাত্রিগুলোতে বেশী বেশী ইবাদত করুন । 
১১। সর্বোপরি আল্লাহর নিকট বেশী বেশী তাওবাহ করুন । 

উপরের কাজগুলো করার চেষ্টা করুন । রাসূল (সা:) বলেছেন, যে রমজান চলে গেল, কিন্তু গুনাহ মাফ করাতে পারলোনা, তার জন্য ধ্বংস অনিবার্য । আল্লাহ আমাদের রমজানের হক আদায়ের তাওফীক দান করুন । আমীন...