আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী: সেহরী ও ইফতারের দোয়া
Showing posts with label সেহরী ও ইফতারের দোয়া. Show all posts
Showing posts with label সেহরী ও ইফতারের দোয়া. Show all posts

সেহরী ও ইফতারের দোয়া

সেহরী ও ইফতারের দোয়া :

সেহরীর সময় দোয়া করা জরুরী নয় । তবু আপনি পড়তে পারেন ।  প্রচুর সওয়াব পাবেন ।  আর মনে মনে বাংলায় নিয়্যাত করে রাখবেন আপনি যে রোজা রাখছেন ।


সেহরীর দোয়া
 
وَبِصَوْمِ غَدٍ نَّوَيْتَ مِنْ شَهْرِ رَمَضَانَ
ওয়া বিসাওমি গাদ্দিন নাওয়াইতু মিন সাহারী রামাজান -
আমি আগামীকালের রমজান মাসের রোজা রাখিবার ইচ্ছা প্রকাশ করিতেছি।

ইফতারের দোয়া

اللَّهُمَّ اِنِّى لَكَ صُمْتُ وَبِكَ امنْتُ [وَعَلَيْكَ تَوَكَّلْتُ] وَعَلَى رِزْقِكَ
اَفْطَرْتُ -আল্লাহুম্মা ইন্নি লাকা সুমতু ওয়া বিকা আমানতু [ওয়া আলাইকা তাওয়াকালতু ] ওয়া আলা রিজকিকা ইফতারতু-
 হে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করে রোজা রাখলাম ও তোমারি নির্দেশে রোজা ভাঙ্গলাম।