আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী: 2014

রাসূল সা: এর বিদায় হজ্বের ভাষণ

রাসূল সা: এর বিদায় হজ্বের ভাষণ : 
এই ভাষণটি প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি। তাই নিজে পুরো ভাষণটি পড়ুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
দশম হিজরি। জিলহজ মাস। ২৩ বছর আগে হেরাগুহায় জ্বলে উঠেছিল সত্যের আলো। আজ তা পূর্ণতায় উপনীত। এক কঠিন দায়িত্ব নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন এ পৃথিবীতে। ২৩ বছর কঠিন পরিশ্রম, সংগ্রাম, অপরিসীম কুরবানি ও ত্যাগ স্বীকার করতে হয়েছিল তাঁকে। তা আজ সমাপ্তির পথে। যে উদ্দেশ্য নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন মানুষের কাছে দূত হিসেবে তা আজ পূর্ণতার পথে।

সূরা লোকমানের কয়েকটি আয়াত

সূরা লোকমানের কয়েকটি আয়াত :

আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর । আল্লাহতো অভাবমুক্ত ও সদাপ্রশংসিত । পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর সকল সমুদ্রের পানি যুদ কালি হয়, তবুও আল্লাহর মহিমা লিখে শেষ করা যাবে না । নিসন্দেহে আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।  সূরা লোকমান, আয়াত- ২৬-২৭

ইফতার, রোজার খাদ্যাভ্যাস এবং ফিজিকেল ফিটনেস

প্রচলিতভাবে আমরা ইফতারে ভাজাপোড়া খেয়ে অভ্যস্ত। কিন্তু এর কারণে রমজানে ইবাদত করার জন্যে যে দৈহিক ফিটনেস দরকার, সেটা আমাদের কমে যায়। তো শুরু থেকেই কোয়ান্টাম খেজুর পানি দিয়ে ইফতার করা উচিত । আশ্চর্য ব্যাপার এর মধ্যে একটি সহীহ হাদীস পেয়ে গেলাম যেখানে নবীজী বলছেন, যখন ইফতার করার সময় হবে তখন ইফতার করবে একটি খেজুর দিয়ে কেননা এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছেন।

অঢেল সওয়াবের অপূর্ব সুযোগ নিয়ে এল মাহে রমজান । চলুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে  ভালই।
রমজান মাস আবার আমাদের মাঝে, শান্তির বার্তা নিয়ে আবার আমাদের জীবনকে রাঙ্গিয় দিতে। চলুন, রমজান  মাসের হিসাব নিকাশ নিয়ে একটু অঙ্ক কষি।

রমজানে আল কোরআনের মর্মবাণী

 রমজানে আল কোরআনের মর্মবাণী :

হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, 
যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, 
যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। 

সূরা - বাকারা, আয়াত- ১৮৩ ।

আল কোরআন বাংলা অনুবাদ সহ :

আল কোরআন বাংলা অনুবাদ সহ :

Full Al Quran With Bangla Translation and Details

Click here to download... 

Read The Holy Quran At Online

Read The Holy Quran At Online : You have to manage The Holly Quran to read it. Hard Copy may not available around you. So You can Read The Holy Quran At Online. Easily you can do it at any cost. Just need an Internet Connection, Read Full Quran At Online. Make Perfect Ramadan Life and Full Of Prayer of Upcoming Ramdan... 

Click Here and Click Quraan To See...

রমজান মাসে নিয়ে নিন সম্পূর্ণ বাংলা কোরআন শরীফ অডিও ও PDF

রমজান মাসে নিয়ে নিন সম্পূর্ণ বাংলা কোরআন শরীফ PDF।




রমজান মাসে নিয়ে নিন সম্পূর্ণ বাংলা কোরআন শরীফ অডিও।



রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস মাহে রমজান - রমজান মাসের গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে  ভালই।
রমজান মাস আবার আমাদের মাঝে, শান্তির বার্তা নিয়ে আবার আমাদের জীবনকে রাঙ্গিয় দিতে। চলুন, রমজান  মাসের হিসাব নিকাশ নিয়ে একটু অঙ্ক কষি। অঢেল সওয়াব অর্জন এর এ সুবর্ণ সুযোগ কাজে লাগাতে চেষ্টা করি। রমজানের শুরুতেই পরিবর্তনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আত্মশুদ্গধি অর্জনের পূর্ণ প্রস্তুতি নিই। রহমাত, মাগফিরাত এবং নাজাতের মাস মাহে রমজান।

রমজান মাসে কি করবেন, কেন করবেন, কিভাবে করবেন?

রমজান মাসে কি করবেন, কেন করবেন, কিভাবে করবেন? 

রহমত, মাহফিরাত ও নাজাতের সুখবর নিয়ে আসে মাহে রমজান । এ রমজানের সে সদ্ববহার করতে পেরেছে সেই সফলকাম, আর যে পারেনি সে পুরোপুরি ব্যর্থ । রমজানের পরিপূর্ণ হক আদায়ে আসুন জেনে নিই কি করা উচিত, আর কি অনুচিত...

১। রমজান মাসে কুরআন তিলওয়াত করুন বেশী বেশী, পারলে কয়েকবার খতম করুন ।  এ মাসে প্রতি হরফের জন্য ৭০ নেকী বরাদ্দ করা হয়ে থাকে যেটি পূর্বে ১০ নেকী ছিলো । 
২। নিয়মিত নামাজ আদায় করুন, এক ওয়াক্তও মিস করবেননা । 
৩। নিয়মিত হাদিস পড়ুন এবং সে অনুযায়ী আমল করুন । 
৪। রোজা রাখার উদ্দেশ্যে সেহরী খান এবং সময়মত ইফতার করুন । 
৫। কোনসময় ভোর রাতে উঠতে না পারলেও নিয়ত করে রোজা রেখে দিন । 
৬। রোজা রেখে কোনপ্রকার খারাপ কাজে শামিল হবেননা । 
৭। ঝগড়া বিবাদ, মিথ্যা বলা, গীবত করা এসব থেকে দূবে থাকবেন । 
৮। জীবনে যে নামাজ কখনো পড়েননি, তাহাজজুদ, আউয়াবীন, ইশরাক এসব নামাজ পড়ুন । 
৯। সালাতুত তসবীহ পুরো মাসে অন্তত একবার হলেও পড়ুন । 
১০। বেজোড় রাত্রিগুলোতে বেশী বেশী ইবাদত করুন । 
১১। সর্বোপরি আল্লাহর নিকট বেশী বেশী তাওবাহ করুন । 

উপরের কাজগুলো করার চেষ্টা করুন । রাসূল (সা:) বলেছেন, যে রমজান চলে গেল, কিন্তু গুনাহ মাফ করাতে পারলোনা, তার জন্য ধ্বংস অনিবার্য । আল্লাহ আমাদের রমজানের হক আদায়ের তাওফীক দান করুন । আমীন...