সূরা লোকমানের কয়েকটি আয়াত :
আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর । আল্লাহতো অভাবমুক্ত ও সদাপ্রশংসিত । পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর সকল সমুদ্রের পানি যুদ কালি হয়, তবুও আল্লাহর মহিমা লিখে শেষ করা যাবে না । নিসন্দেহে আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় । সূরা লোকমান, আয়াত- ২৬-২৭
তুমিকি লক্ষ কর না যে, আল্লাহর অনুগ্রহেই নৌযানগুলো সমুদ্রে বিচরণ করে । এ-তো তাঁর মহিমার নিদর্শন । অবশ্যই এতে ধৈর্যশীল ও কৃতজ্ঞ মানুষের জন্যে অনেক নিদর্শন রয়েছে । যখন উত্তাল তরঙ্গে নৌযান দুলতে থাকে তথন মৃত্যুর মুখোমুখি হয়ে হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাকে, আনুগত্যের প্রতিজ্ঞা করে । কিন্তু যখন তিনি ওদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন তখন ওদের অনেকেই (বিশ্বাস আর শিরকের) মাঝপথে আটকে যায় । আসলে কেবল মিথ্যাচারী ও অকৃতজ্ঞ ব্যক্তিই আমার নির্দেশনাবলি অস্বীকার করে । সূরা লোকমান, আয়াত- ৩১-৩২