আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী: আহলান--- ছাহলান--- মাহে রমজান । । মাহে রমজানের ডিজিটাল সুযোগ
Showing posts with label আহলান--- ছাহলান--- মাহে রমজান । । মাহে রমজানের ডিজিটাল সুযোগ. Show all posts
Showing posts with label আহলান--- ছাহলান--- মাহে রমজান । । মাহে রমজানের ডিজিটাল সুযোগ. Show all posts

মাহে রমজানের ডিজিটাল সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, এখনি সচেতন হওয়া উচিত

শান্তির বার্তা নিয়ে মাহে রমজান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলো।  আস্তে আস্তে আবার চলেও যাচ্ছে।  সাথে চলে যাচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের সকল সুযোগ।  আমরাকি পেরেছি সুযোগ গুলোকে কাজে লাগাতে।  মাহে রমজানের পুরোপুরি না হোক, নূন্যতম হক আদায় করতে কতটুকু পেরেছি?

আমরা সবাই জানি কুরআন নাজিলের মাস মাহে রমজান।  এই কোরআনই রমজান মাসকে দামী করেছে। তেমনি এ মাসের হক আদায়ে যারা সচেষ্ট হবে নিসন্দেহে তারাও দামী হবে তাতে কোন ভুল নেই।  রমজান মাসে সেহরী, ইফতার, তারাবীহসহ সকল সময়ে আল্লাহর রহমত ও অনাবিল প্রশান্তি  বিরাজ করে।  এ মাসে একটি ফরজ নামাজ ৭০টি ফরজ নামাজের সমান।  আর ১টি নফল ১টি ফরজ নামাজের সমান।  পাশাপাশি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রেও রয়েছে অভাবনীয় সুযোগ।  এক অক্ষরেই পাওয়া যাবে ৭০০ নেকী।  কেউ যদি নিজে না পড়ে অন্যের তেলাওয়াত শুনে তাতেও রয়েছি দ্বিগুণ সওয়াব।  দান খয়রাতেও রয়েছে এমন সওয়াব ।  পূর্ববর্তী কোন উম্মতের জন্য অল্প সময়ে নেকী অর্জনের এত বড় সুযোগ ছিলো না।  কাজেই সুযোগ কাজে লাগানো উচিত। আর মাত্র অল্প কদিন। তারপর আর এ সুবর্ণ সুযোগটি থাকছে না।