আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী: চেয়ারে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে মাসয়ালা
Showing posts with label চেয়ারে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে মাসয়ালা. Show all posts
Showing posts with label চেয়ারে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে মাসয়ালা. Show all posts

চেয়ারে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে মাসয়ালা

চেয়ারে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে মাসয়ালা  :

চেয়ারে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে অনেকে সঠিক মাসয়ালা জানেন না ।  তাই ইবাদত কবুলের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সন্দেহ থেকে যায় ।   শীত উপেক্ষা করে হাতের কাজ বাদ দিয়ে কষ্ট করে ওযু করে নামাজ পড়বেন আর সে নামাজ কবুল হবে না, সে কষ্ট কোথায় রাখবেন ।  তাই কোন প্রকার সন্দেহ রাখা যাবে না নামাজ আদায়ের ক্ষেত্রে সামান্য ঘাটতির জন্য ।   কোমরে ব্যাথার জন্য অনেকে চেয়ারে বসে নামাজ আদায় করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের নামাজ আদায় হচ্ছে না।  এ নামাজ সম্পূর্ণভাবে অসম্পূর্ণ । আর অসম্পূর্ণ নামাজ আল্লাহর দরবারে আদায় হওয়ার পথে  প্রধান অন্তরায় ।   চেয়ারে বসে নামাজ পড়া তখনই প্রযোজ্য হবে যদি আপনি বসে নামাজ আদায় করতে না পারেন । কিন্তু অনেকে কোমরে ব্যাথার জন্য নামাজের শুরু থেকেই বসে পড়েন ।  কোমরে ব্যাথার জন্য তিনি যদি রুকু বা সিজদা করতে না পারেন তখনই কেবল তিনি বসে তা আদায় করবেন ।  এর পূর্বে দাঁড়িয়েই নামাজ শুরু করতে হবে ।   ইমাম যখন রুকুতে যাবে তখন তিনি বসে রুকু করতে পারবেন যদি ওনার কোমর ব্যাথা বা অন্য কোন সমস্যা থাকে । একইভাবে বসে বসে সিজদা করবেন মাথা নিচু করে ।  অনেকে সঠিকভাবে সিজদাও করেন না ।  সঠিকভাবে সিজদা করার জন্য সামনে একটি টুল রাখতে পারেন । বসে বসে দায়সারাভাবে  যারা নামাজ পড়ছেন আজ থেকেই সতর্ক হয়ে যান ।   আপনি হেটে হেটে মসজিদে গমন করছেন, আর কোমর ব্যাথার অযুহাতে শুরু থেকেই বসে নামাজ শুরু করছেন ।   আপনার দাড়ানোয় সমস্যা থাকলেতো হেটে হেটে মসজিদেও আসা সম্ভব ছিলো না । আসন্ন রমজানে আমাদের যাদের এরকম সমস্যা আছে আমরা যেন সঠিকভাবে নামাজ আদায় করি । তাওবা করে আবার নামাজ শুরু করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং ক্ষমা করে দিন, আমীন ।
- মাওলানা আবদুল হালীম হেলালী