আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী: চেয়ারে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে মাসয়ালা

চেয়ারে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে মাসয়ালা

চেয়ারে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে মাসয়ালা  :

চেয়ারে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে অনেকে সঠিক মাসয়ালা জানেন না ।  তাই ইবাদত কবুলের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সন্দেহ থেকে যায় ।   শীত উপেক্ষা করে হাতের কাজ বাদ দিয়ে কষ্ট করে ওযু করে নামাজ পড়বেন আর সে নামাজ কবুল হবে না, সে কষ্ট কোথায় রাখবেন ।  তাই কোন প্রকার সন্দেহ রাখা যাবে না নামাজ আদায়ের ক্ষেত্রে সামান্য ঘাটতির জন্য ।   কোমরে ব্যাথার জন্য অনেকে চেয়ারে বসে নামাজ আদায় করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের নামাজ আদায় হচ্ছে না।  এ নামাজ সম্পূর্ণভাবে অসম্পূর্ণ । আর অসম্পূর্ণ নামাজ আল্লাহর দরবারে আদায় হওয়ার পথে  প্রধান অন্তরায় ।   চেয়ারে বসে নামাজ পড়া তখনই প্রযোজ্য হবে যদি আপনি বসে নামাজ আদায় করতে না পারেন । কিন্তু অনেকে কোমরে ব্যাথার জন্য নামাজের শুরু থেকেই বসে পড়েন ।  কোমরে ব্যাথার জন্য তিনি যদি রুকু বা সিজদা করতে না পারেন তখনই কেবল তিনি বসে তা আদায় করবেন ।  এর পূর্বে দাঁড়িয়েই নামাজ শুরু করতে হবে ।   ইমাম যখন রুকুতে যাবে তখন তিনি বসে রুকু করতে পারবেন যদি ওনার কোমর ব্যাথা বা অন্য কোন সমস্যা থাকে । একইভাবে বসে বসে সিজদা করবেন মাথা নিচু করে ।  অনেকে সঠিকভাবে সিজদাও করেন না ।  সঠিকভাবে সিজদা করার জন্য সামনে একটি টুল রাখতে পারেন । বসে বসে দায়সারাভাবে  যারা নামাজ পড়ছেন আজ থেকেই সতর্ক হয়ে যান ।   আপনি হেটে হেটে মসজিদে গমন করছেন, আর কোমর ব্যাথার অযুহাতে শুরু থেকেই বসে নামাজ শুরু করছেন ।   আপনার দাড়ানোয় সমস্যা থাকলেতো হেটে হেটে মসজিদেও আসা সম্ভব ছিলো না । আসন্ন রমজানে আমাদের যাদের এরকম সমস্যা আছে আমরা যেন সঠিকভাবে নামাজ আদায় করি । তাওবা করে আবার নামাজ শুরু করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং ক্ষমা করে দিন, আমীন ।
- মাওলানা আবদুল হালীম হেলালী