আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী: July 2014

রাসূল সা: এর বিদায় হজ্বের ভাষণ

রাসূল সা: এর বিদায় হজ্বের ভাষণ : 
এই ভাষণটি প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি। তাই নিজে পুরো ভাষণটি পড়ুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
দশম হিজরি। জিলহজ মাস। ২৩ বছর আগে হেরাগুহায় জ্বলে উঠেছিল সত্যের আলো। আজ তা পূর্ণতায় উপনীত। এক কঠিন দায়িত্ব নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন এ পৃথিবীতে। ২৩ বছর কঠিন পরিশ্রম, সংগ্রাম, অপরিসীম কুরবানি ও ত্যাগ স্বীকার করতে হয়েছিল তাঁকে। তা আজ সমাপ্তির পথে। যে উদ্দেশ্য নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন মানুষের কাছে দূত হিসেবে তা আজ পূর্ণতার পথে।

সূরা লোকমানের কয়েকটি আয়াত

সূরা লোকমানের কয়েকটি আয়াত :

আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর । আল্লাহতো অভাবমুক্ত ও সদাপ্রশংসিত । পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর সকল সমুদ্রের পানি যুদ কালি হয়, তবুও আল্লাহর মহিমা লিখে শেষ করা যাবে না । নিসন্দেহে আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।  সূরা লোকমান, আয়াত- ২৬-২৭

ইফতার, রোজার খাদ্যাভ্যাস এবং ফিজিকেল ফিটনেস

প্রচলিতভাবে আমরা ইফতারে ভাজাপোড়া খেয়ে অভ্যস্ত। কিন্তু এর কারণে রমজানে ইবাদত করার জন্যে যে দৈহিক ফিটনেস দরকার, সেটা আমাদের কমে যায়। তো শুরু থেকেই কোয়ান্টাম খেজুর পানি দিয়ে ইফতার করা উচিত । আশ্চর্য ব্যাপার এর মধ্যে একটি সহীহ হাদীস পেয়ে গেলাম যেখানে নবীজী বলছেন, যখন ইফতার করার সময় হবে তখন ইফতার করবে একটি খেজুর দিয়ে কেননা এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছেন।

অঢেল সওয়াবের অপূর্ব সুযোগ নিয়ে এল মাহে রমজান । চলুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে  ভালই।
রমজান মাস আবার আমাদের মাঝে, শান্তির বার্তা নিয়ে আবার আমাদের জীবনকে রাঙ্গিয় দিতে। চলুন, রমজান  মাসের হিসাব নিকাশ নিয়ে একটু অঙ্ক কষি।

রমজানে আল কোরআনের মর্মবাণী

 রমজানে আল কোরআনের মর্মবাণী :

হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, 
যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, 
যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। 

সূরা - বাকারা, আয়াত- ১৮৩ ।