লাইলাতুল কদরের প্রস্তুতি :
রমজান মাসের অন্যতম একটি রাত হচ্ছে লাইলাতুল কদরের মহিমান্বিত রাত । এ রাতের প্রস্তুতি এনে দিতে পারে জীবনের চরম ও পরম প্রশান্তি । এনে দিতে পূর্ণ সফলতা । এনে দিতে পারে পরিপূর্ণ স্বার্থকতা ।
১। লাইলাতুল কদরের পুরো হক আদায়ের জন্য বেজোড় রাত্রিগুলোতে ইবাদতে মশগুল থাকুন ।
২। লাইলাতুল কদরে বেশী বেশী নফল নামাজ পড়ুন ।
৩। লাইলাতুল কদরের রাত্রিতে বেশী বেশী জিকির করুন ।
৪। ১টি নফল ১টি ফরজের সমান আর ১টি ফরজ ৭০টি ফরজের সমান, তাই এ সুযোগ মিস করবেননা ।
৫। লাইলাতুল কদরে বেশী বেশী কোরআন তেলাওয়াত করুন ।
লাইলাতুল কদর আসার পূর্বেই নামাজ, কোরআন পড়া, হাদীস পড়া এসবের অভ্যাস করুন ।
আল্লাহ আপনার সহায় হবেন ।