তারাবীহের নামাজ কয় রাকাত পড়তে হয় :
তারাবীহের নামাজ ২০ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ । অনেকে এটা নিয়ে মতভেদ তৈরী করেন । কেউ কেউ বলেন ৮ রাকাত । অথচ এটা বলার কোন যৌক্তিকতা নেই, তারাবীহের নামাজ ২০ রাকাত এটা চিরন্তন সত্য । আমাদের নবীজী (সা) ২০ রাকাতই পড়েছেন । তবে তিনি কখনো কখনো ৮ রাকাতও পড়েছেন এ ভয়ে যে তার উম্মতের উপর যেন ২০ রাকাত নামাজ ফরজ হয়ে না যায় । কাজেই এটি উপলব্ধি করতে পারলে কোন প্রকার বাক বিতন্ডায় যেতে হয় না । তারাবীহ নামাজ পড়লে অঢেল সওয়াব, না পড়লে কোন সওয়াব নেই । এ জন্য রোজার কোন ক্ষতি হবে না ।
তারাবীহের নামাজ ২০ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ । অনেকে এটা নিয়ে মতভেদ তৈরী করেন । কেউ কেউ বলেন ৮ রাকাত । অথচ এটা বলার কোন যৌক্তিকতা নেই, তারাবীহের নামাজ ২০ রাকাত এটা চিরন্তন সত্য । আমাদের নবীজী (সা) ২০ রাকাতই পড়েছেন । তবে তিনি কখনো কখনো ৮ রাকাতও পড়েছেন এ ভয়ে যে তার উম্মতের উপর যেন ২০ রাকাত নামাজ ফরজ হয়ে না যায় । কাজেই এটি উপলব্ধি করতে পারলে কোন প্রকার বাক বিতন্ডায় যেতে হয় না । তারাবীহ নামাজ পড়লে অঢেল সওয়াব, না পড়লে কোন সওয়াব নেই । এ জন্য রোজার কোন ক্ষতি হবে না ।