রমজান মাসে করণীয় :
১। রমজান মাসে কুরআন তিলওয়াত করুন বেশী বেশী, পারলে কয়েকবার খতম করুন । এ মাসে প্রতি হরফের জন্য ৭০ নেকী বরাদ্দ করা হয়ে থাকে যেটি পূর্বে ১০ নেকী ছিলো ।
২। নিয়মিত নামাজ আদায় করুন, এক ওয়াক্তও মিস করবেননা ।
৩। নিয়মিত হাদিস পড়ুন এবং সে অনুযায়ী আমল করুন ।
৪। রোজা রাখার উদ্দেশ্যে সেহরী খান এবং সময়মত ইফতার করুন ।
৫। কোনসময় ভোর রাতে উঠতে না পারলেও নিয়ত করে রোজা রেখে দিন ।
৬। রোজা রেখে কোনপ্রকার খারাপ কাজে শামিল হবেননা ।
৭। ঝগড়া বিবাদ, মিথ্যা বলা, গীবত করা এসব থেকে দূবে থাকবেন ।
৮। জীবনে যে নামাজ কখনো পড়েননি, তাহাজজুদ, আউয়াবীন, ইশরাক এসব নামাজ পড়ুন ।
৯। সালাতুত তসবীহ পুরো মাসে অন্তত একবার হলেও পড়ুন ।
১০। বেজোড় রাত্রিগুলোতে বেশী বেশী ইবাদত করুন ।
১১। সর্বোপরি আল্লাহর নিকট বেশী বেশী তাওবাহ করুন ।