আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী: রমজান বিষয়ক হাদীস

রমজান বিষয়ক হাদীস

রমজান বিষয়ক হাদীস :

হযরত আবু উবায়দা রাঃ থেকে বর্নিত। রাসূল সঃ বলেছেন, রোযা একটা ঢালস্বরুপ, যতক্ষন তা ভেঙ্গে না ফেলা হয়। জিজ্ঞেস করা হলো, কি দিয়ে ঢালকে ভাঙ্গা হয়? রাসূল সঃ বললেন, মিথ্যা ও গীবত দিয়ে। (তাবরানী)