আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী: রমজান বিষয়ক হাদীস।

রমজান বিষয়ক হাদীস।

রমজান বিষয়ক হাদীস :

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্নিত। রাসূল সঃ বলেছেন তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না। এক, রোযাদার যখন ইফতার করে দুই, ন্যায় বিচারক শাসক এবং তিন, অত্যাচারিত ব্যক্তির দোয়া। এই দোয়াকে আল্লাহ তায়ালা মেঘের উপর তুলে রাখেন এবং তার জন্য আকাশের দরজা খুলে দেয়া হয়। আর আল্লাহ তায়ালা বলেন - আমার সম্মানের কসম, আমার প্রতাপের কসম, তোমাকে অবশ্যই সাহায্য করব,যদিও তা একটু বিলম্বে হয়। ( আহমাদ,তিরমাযী, ইবনে মাযাহ।)