আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী: রমজান বিষয়ক হাদীস

রমজান বিষয়ক হাদীস

রমজান বিষয়ক হাদীস :

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্নিত। রাসূল সঃ বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও অন্যায় কাজ বর্জন করে না, তার খাদ্য ও পানীয় ত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই। ( বুখারী, আবু দাউদ,তিরমাযী)