আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী

রমজান বিষয়ক হাদীস।

রমজান বিষয়ক হাদীস :

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্নিত। রাসূল সঃ বলেছেন তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না। এক, রোযাদার যখন ইফতার করে দুই, ন্যায় বিচারক শাসক এবং তিন, অত্যাচারিত ব্যক্তির দোয়া। এই দোয়াকে আল্লাহ তায়ালা মেঘের উপর তুলে রাখেন এবং তার জন্য আকাশের দরজা খুলে দেয়া হয়। আর আল্লাহ তায়ালা বলেন - আমার সম্মানের কসম, আমার প্রতাপের কসম, তোমাকে অবশ্যই সাহায্য করব,যদিও তা একটু বিলম্বে হয়। ( আহমাদ,তিরমাযী, ইবনে মাযাহ।)



রমজান মাসে কুরআন শরীফ খতম করুন ডিজিটাল পদ্ধতিতে, আপনার সহযোগীতায় বিশ্ববিখ্যাত কয়েকটি ওয়েবসাইট ।

আসসালাসু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ।  আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন ।  ভালো থাকাটাই সব সময়ের জন্য প্রত্যাশা ।   পবিত্র মাহে রমজানের হক আদায়ের জন্য পরিপূর্ণভাবে আমরা সবাই যেন সেচষ্ট থাকি এ কামনা করছি ।  এরই ধারাবাহিকতায় রমজানে কুরআন শরীফ খতম করার মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভের অভাবনীয় সুযোগ রয়েছে । 

রমজান উপলক্ষ্যে কঠোর হাদীস

এক হাদিসে রয়েছে যে, জিব্রাইল (আ:) রাসূল (স:) কে বললেন- ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারলনা । রাসূল (স:) বললেন ‘আমিন’। জিব্রাইল (আ:) আবার বললেন, - ধ্বংস হোক সেই ব্যক্তি যে রাসূল (স:) এর নাম শুনেও দরুদ পরেনা। রাসূল (স:) বললেন ‘আমিন’। জিব্রাইল (আ:) আবার বললেন, - ধ্বংস হোক সেই ব্যক্তি যে পিতা-মাতাকে পেল অথচ তাদের সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারলনা। রাসূল (স:) বললেন ‘আমিন’।

রমজান সম্পর্কিত হাদিস

রমজান সম্পর্কিত হাদিস :

হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কসম! মুসলমানদের জন্য রমযানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমযান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি। কেননা মুমিনগণ এ মাসে (গোটা বছরের জন্য) ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে। আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনীমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ। -মুসনাদে আহমদ, হাদীস ৮৩৬৮, মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস-৮৯৬৮, সহীহ ইবনে খুযাইমা, হাদীস-১৮৮৪, তাবারানী হাদীস-৯০০৪, বাইহাকী শুয়াবুল ঈমান, হাদীস-৩৩৩৫

রমজান উপলক্ষ্যে কোরআনের বাণী

রমজান উপলক্ষ্যে কোরআনের বাণী :

রমজান মাসই হল সে মাস, যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন, যা মানুষের জন্যে হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্যে সুস্পষ্ট পথনির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে, সে এর মধ্যে রোজা রাখবে। আর যে লোক অসুস্থ্য কিম্বা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্যদিনে গণনা পূরণ করবে। 

কুরআনের কঠোর বাণী

কুরআনের কঠোর বাণী : নিশ্চয়ই মানুষ নিজের প্রতিপালকের প্রতি বড় অকৃতজ্ঞ, আর তার নিজেরও একথা জানা আছে, আর সে পার্থিব সম্পদের আসক্তিতে অত্যন্ত পাকা । তার কি সে সময়টি জানা নেই, যখন জীবিত করা হবে যত মৃত কবরে রয়েছে । আর সুষ্পষ্ট রূপে প্রকাশ পাবে যা কিছু মনের মধ্যে আছে । অবশ্যই তাদের প্রতিপালক তাদের সেদিনের অবস্থা সম্পন্ধে সম্পূর্ন জ্ঞাত আছেন । আল কুরআন, সূরা আদিয়াত, আয়াত ৬-১১ ।

সূরা ইয়াছীন অনুবাদসহ - Sura Yasin Full With Translation


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
يس
01
ইয়া-সীন
وَالْقُرْآنِ الْحَكِيمِ
02
প্রজ্ঞাময় কোরআনের কসম।
إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
03
নিশ্চয় আপনি প্রেরিত রসূলগণের একজন।

রোজার গুরুত্ব, মর্যাদা ও উপকারিতা

রোজার গুরুত্ব :
রাসুল (সাঃ) বলেছন রমজান মাসে আমার উম্মত কে পাঁচটি নিয়ামত দান করা হয়েছে যা আগের উম্মতকে দেওয়া হয়নি -
(১) রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত
(২) ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন 
(৩) রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
(৪) শয়তানকে বন্দি করা হয়
(৫) রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়।

আল হাদীসের বাণী

আল হাদীসের বাণী :
হজরত আনাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, বিতশ্রদ্ধ করো না' (বুখারী ও মুসলিম)।

আল-কুর'আন এর বাণী

আল-কুর'আন এর বাণী :

তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষদের কে আল্লাহর পথে ডাকে, নিজে নেক আমল করে এবং ঘোষনা করে আমি মুসলমানদের মধ্যে একজন। -আল-কুর'আন

রাসূল সা: এর বিদায় হজ্বের ভাষণ

রাসূল সা: এর বিদায় হজ্বের ভাষণ : 
এই ভাষণটি প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি। তাই নিজে পুরো ভাষণটি পড়ুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
দশম হিজরি। জিলহজ মাস। ২৩ বছর আগে হেরাগুহায় জ্বলে উঠেছিল সত্যের আলো। আজ তা পূর্ণতায় উপনীত। এক কঠিন দায়িত্ব নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন এ পৃথিবীতে। ২৩ বছর কঠিন পরিশ্রম, সংগ্রাম, অপরিসীম কুরবানি ও ত্যাগ স্বীকার করতে হয়েছিল তাঁকে। তা আজ সমাপ্তির পথে। যে উদ্দেশ্য নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন মানুষের কাছে দূত হিসেবে তা আজ পূর্ণতার পথে।

সূরা লোকমানের কয়েকটি আয়াত

সূরা লোকমানের কয়েকটি আয়াত :

আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর । আল্লাহতো অভাবমুক্ত ও সদাপ্রশংসিত । পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর সকল সমুদ্রের পানি যুদ কালি হয়, তবুও আল্লাহর মহিমা লিখে শেষ করা যাবে না । নিসন্দেহে আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।  সূরা লোকমান, আয়াত- ২৬-২৭

ইফতার, রোজার খাদ্যাভ্যাস এবং ফিজিকেল ফিটনেস

প্রচলিতভাবে আমরা ইফতারে ভাজাপোড়া খেয়ে অভ্যস্ত। কিন্তু এর কারণে রমজানে ইবাদত করার জন্যে যে দৈহিক ফিটনেস দরকার, সেটা আমাদের কমে যায়। তো শুরু থেকেই কোয়ান্টাম খেজুর পানি দিয়ে ইফতার করা উচিত । আশ্চর্য ব্যাপার এর মধ্যে একটি সহীহ হাদীস পেয়ে গেলাম যেখানে নবীজী বলছেন, যখন ইফতার করার সময় হবে তখন ইফতার করবে একটি খেজুর দিয়ে কেননা এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছেন।

অঢেল সওয়াবের অপূর্ব সুযোগ নিয়ে এল মাহে রমজান । চলুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে  ভালই।
রমজান মাস আবার আমাদের মাঝে, শান্তির বার্তা নিয়ে আবার আমাদের জীবনকে রাঙ্গিয় দিতে। চলুন, রমজান  মাসের হিসাব নিকাশ নিয়ে একটু অঙ্ক কষি।

রমজানে আল কোরআনের মর্মবাণী

 রমজানে আল কোরআনের মর্মবাণী :

হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, 
যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, 
যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। 

সূরা - বাকারা, আয়াত- ১৮৩ ।