আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী

এক নজরে মাহে রমজান

এক নজরে মাহে রমজান  :

হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।
সূরা- বাকারা, আয়াত- ১৮৩।

রোজার গুরুত্ব :
রাসুল (সাঃ) বলেছন রমজান মাসে আমার উম্মত কে পাঁচটি নিয়ামত দান করা হয়েছে যা আগের উম্মতকে দেওয়া হয়নি -
(১) রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত
(২) ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন 
(৩) রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
(৪) শয়তানকে বন্দি করা হয়
(৫) রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়।


রোজার মর্যাদা ও উপকারিতা:
১) জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল
২) জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ
৩) গুনাহ মোচনের অন্যতম মাধ্যম
৪) রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে
৫) রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন
৬) রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়
৭) রোজা মানুষকে আখেরাত মুখী করে
৮) সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে
৯) এটি আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়
১০) আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ।

রমজান আসার পূর্বে যে দোয়াটি বেশী বেশী পড়া উচিত ...
“আল্লাহুম্মা বারিকলানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান”
অর্থ -হে খোদা রজব এবং শাবান মাসদয়কে তুমি আমাদের জন্যে মোবারক মাসে পরিনত করে দাও এবং আমাদের রমজান পর্যন্ত পৌছে দাও...

অঢেল সওয়াব অর্জন এর এ সুবর্ণ সুযোগ কাজে লাগাতে চেষ্টা করি। রমজানের শুরুতেই পরিবর্তনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আত্মশুদ্গধি অর্জনের পূর্ণ প্রস্তুতি নিই। 
 রহমাত, মাগফিরাত এবং নাজাতের মাস মাহে রমজান।এ মাসেই মহা গ্রণ্থ  আল কুরআন নাজিল হযেছিল  তাই হাজার মাসের চাইতেও মূল্যবান এ মাস। এ মাসে ১টি নফল নামাজ ১টি ফরজ নামাজ এর সমান, আর ১টি ফরজ ৭০টি ফরজ নামাজ এর সমান। সুবহানআল্লাহ। এক রাকাত নামাজ ৭০ রাকাত নামাজের সমান,  কেউ যদি ফজর-এ ২ রাকাত, জোহরে ৪ রাকাত, আসরে ৪ রাকাত, মাগরিবে ৩ রাকাত এবং এশার ৪ রাকাত ফরজ নামাজ আদায় করে তবে সে ১ দিনেই ১১৯০ রাকাত শুধু ফরজ নামাজই আদায় করলো আর বাকি নামাজ গুলো যোগ করলে তার পরিমান হবে আরো অনেক বেশি।
নিজেই অঙ্ক মিলিয়ে নিন সুযোগ হাতছাড়া করবেন নাকি এখনি লুফে নিবেন। আমরা কতটুকু আমল যোগ করতে পেরেছি নিজেদের আমলনামায়। জীবনে আরেকবার রমজান পাবেন তার কোনো গেরান্টি নেই, জীবনের সকল গুনাহ মাপের এটাই সুবর্ণ সুযোগ। নামাজ ছাড়াও  কুরআন তিলাওয়াত এর ক্ষেত্রেও একই সুবর্ণ সুযোগ এক অক্ষরে যেটি ১০ নেকি ছিল অন্য সময়ে, আর রমজান মাসে সেটি ৭০০ নেকি। এ মাসে কাওকে ১ টাকা দান করলে ৭০ টাকাই দান করা হয়ে যাবে, ২ টাকা দান করলে ১৪০ টাকা দান করা হবে, ২ রাকাত নামাজ পড়লে ১৪০ রাকাত নামাজ পড়া  হয়ে যাবে। সকল ভালো কাজেই ১ এ ৭০, সারামাস এ সুযোগ আছে সচেতন হবার সময় এখনি।
শুধু তাই নয় সেহরী, ইফতার আর তারাবীহ নামাজের অনাবিল প্রশান্তি আপনার মনকে ১০০% পবিত্র করে দিবে। সুরা তারাবিহ এর চাইতে খতম তারাবিহকে বেশি গুরুত্ব দিন। পাশাপাশি  মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, যাবতীয় অন্যায় থেকে বিরত থাকা   ছাড়াও  ভালো কাজে সহযোগিতা আর  মন্দ কাজ থেকে   দুরে থাকতে পারলেই  আপনার প্রতিটি রোজা হবে পরিশুদ্ধ। রোজা আর দোয়া কবুলের ক্ষেত্রে আর কোনো অন্তরায় থাকবেনা। এ মাসে বেশি বেশি ভালো কাজ করুন যেন এ মাস থেকে শিক্ষা নিয়ে বাকি জীবন ভালোভাবে কাটাতে পারেন। বিভিন্ন ফোরাম ব্লগ ফেইসবুক এ ভালো কাজের জন্য আহবান করুন, এতে যে সওয়াব পাবেন তাও অন্য সময়ের তুলনায় ৭০ গুন বেশি পাবেন। ইফতার এর আগে দোয়া কবুল হয় তাই এ সুযোগটিও হাতছাড়া করবেননা।
শব ই কদর এর রাতের অভাবনীয় সুযোগতো  থাকছেই যে রাতে দোয়া কবুলের ১০০% গেরান্টি  থাকে। আলহামদুলিল্লাহ। জান্নাত লাভের সুবর্ণ সুযোগ আপনাকে হাতছানি দিয়ে যাচ্ছে। এ মাসে সামর্থ্য থাকলে  কেউ ওমরাহ করেও আসতে পারেন। রমজান ছাড়াও মদিনা শরিফ এ ১ রাকাত নামাজ ৫০ হাজার রাকাত নামাজের সমান আর  মক্কা শরিফ এ ১ রাকাত নামাজ  ১ লক্ষ্ রাকাত নামাজের সমান। আর রমজান মাসে  সেই সওয়াব এর পরিমান যথাক্রমে ৩৫ লক্ষ এবং ৭০ লক্ষ রাকাত নামাজের সমান। শুধুমাত্র রমজান মাসের জন্যই এ সুযোগ। আমরা হয়ত অনেকেই এসব কথা জানি, যারা জানি তারা যেন মানার চেষ্টা করি, আর যারা জানিনা তারা যেন আরো জানার চেষ্টা করি।

মাহে রমজানের গজল ও ইসলামী সংগীত

মাহে রমজানের গজল ও ইসলামী সংগীত :

১। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে



২। মাহে রমজান এর গানের এলবাম...

 

তারাবীহ নামাজ না পড়লে রোজা হবে কি

তারাবীহ নামাজ না পড়লে রোজা হবে কি

তারাবীহ নামাজ পড়লে অঢেল সওয়াব, না পড়লে কোন সওয়াব নেই । তবে এ জন্য রোজার কোন ক্ষতি হবে না ।  
তারাবীজের সওয়াব আলাদা, রোজার সওয়াব আলাদা । তারাবীহ রোজাকে পরিপূর্ণ করে এবং আল্লাহর অপার সন্তুষ্টির অন্যতম মাধ্যম এ তারাবীহ । 

তারাবীহের নামাজ কয় রাকাত পড়তে হয়

তারাবীহের নামাজ কয় রাকাত পড়তে হয় :

তারাবীহের নামাজ ২০ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ । অনেকে এটা নিয়ে মতভেদ তৈরী করেন ।  কেউ কেউ বলেন ৮ রাকাত ।  অথচ এটা বলার কোন যৌক্তিকতা নেই, তারাবীহের নামাজ ২০ রাকাত এটা চিরন্তন সত্য ।  আমাদের নবীজী (সা) ২০ রাকাতই পড়েছেন । তবে তিনি কখনো কখনো ৮ রাকাতও পড়েছেন এ ভয়ে যে তার উম্মতের উপর যেন ২০ রাকাত নামাজ ফরজ হয়ে না যায় ।  কাজেই এটি উপলব্ধি করতে পারলে কোন প্রকার বাক বিতন্ডায় যেতে হয় না ।  তারাবীহ নামাজ পড়লে অঢেল সওয়াব, না পড়লে কোন সওয়াব নেই । এ জন্য রোজার কোন ক্ষতি হবে না । 


তারাবীহ নামাজের নিয়্যাত, দোয়া ও মুনাজাত

তারাবীহ নামাজের নিয়্যাত, দোয়া ও মুনাজাত :

তারাবীহ নামাজের নিয়্যাত আরবীতে করা জরুরী নয় ।  আপনি বাংলায় পড়লেই হবে...

তারাবীহ নামাজের নিয়্যাত :
আমি ইমামের পেছনে কিবলামুখী হয়ে তারাবীহের নামাজের নিয়্যাত করলাম ।

তারাবীহ নামাজের দোয়া:
সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল্ ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুব্বুহুন কুদ্দুসুন রাব্বানা ওয়া রাব্বুল মালা-ইকাতি ওয়াররুহ।


তারাবিহ নামাজের মোনাজাত:
আল্লা-হুম্মা ইন্না নাস আলুকাল্ জান্নাতা ওয়া নাউজুবিকা মিনান্নারি ইয়া খালিকাল জান্নাতা ওয়ান্নারি বিরাহমাতিকা ইয়া আজীজু, ইয়া গাফ্ফারু, ইয়া কারীমু, ইয়া সাত্তারু, ইয়া রাহিমু ,ইয়া জাব্বারু ইয়া খালেকু, ইয়া রাররূ, আল্লাহুমা আজির না মিনান্নারি, ইয়া মূজিরু ইয়া মুজিরু, বিরাহ্মাতিকা ইয়া আরহামার রাহিমীন।

সেহরী ও ইফতারের দোয়া

সেহরী ও ইফতারের দোয়া :

সেহরীর সময় দোয়া করা জরুরী নয় । তবু আপনি পড়তে পারেন ।  প্রচুর সওয়াব পাবেন ।  আর মনে মনে বাংলায় নিয়্যাত করে রাখবেন আপনি যে রোজা রাখছেন ।


সেহরীর দোয়া
 
وَبِصَوْمِ غَدٍ نَّوَيْتَ مِنْ شَهْرِ رَمَضَانَ
ওয়া বিসাওমি গাদ্দিন নাওয়াইতু মিন সাহারী রামাজান -
আমি আগামীকালের রমজান মাসের রোজা রাখিবার ইচ্ছা প্রকাশ করিতেছি।

ইফতারের দোয়া

اللَّهُمَّ اِنِّى لَكَ صُمْتُ وَبِكَ امنْتُ [وَعَلَيْكَ تَوَكَّلْتُ] وَعَلَى رِزْقِكَ
اَفْطَرْتُ -আল্লাহুম্মা ইন্নি লাকা সুমতু ওয়া বিকা আমানতু [ওয়া আলাইকা তাওয়াকালতু ] ওয়া আলা রিজকিকা ইফতারতু-
 হে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করে রোজা রাখলাম ও তোমারি নির্দেশে রোজা ভাঙ্গলাম।

রোজার নিয়্যাত

রোজার নিয়্যাত  :

রোজার নিয়্যাত করা জরুরী ।  নাওয়াইতুয়ান আসুম্মা গাদাম মিন শাহরী রামজানুল মুবারাক...
আরবীতে বলা জরুরী না । আপনি বাংলাতেও বলতে পারেন...  সেহরী খেয়ে নিয়্যাত করতে পারেন এভাবে...

হে আল্লাহ! আমি আগামীকাল এর রোজাটি রাখার নিয়্যাত করলাম । আপনি আমাকে রোজা রাখার শক্তি দান করুন । 

মাহে রমজানের শুভেচ্ছা

মাহে রমজানের শুভেচ্ছা :

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা । শুরু হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান ।  সিয়াম সাধনার মাস হোক সবার জন্য কল্যাণের, সবার জন্য গৌরবের ।   মাহে রমজান সবার জীবনে নিয়ে আসুক অনাবিল শান্তি ও ভালোবাসা ।    মোবারক হো মাহে রমজান ।

See About More News

আল কোরআন এর ঐশী বাণী

তোমরা ভালোভাবে জেনে রেখো, দুনিয়ার জীবনতো খেল-তামাশা, জাকজমক, পারস্পরিক অহংকার প্রকাশ, ধন সম্পদ ও সন্তান-সন্ততি প্রাচুর্য লাভের প্রতিযোগীতা ব্যতীত আর কিছুই নয় । এর উপমা বৃষ্টি, যার দ্বারা উৎপন্ন শস্য-সম্ভার কৃষকদের চমৎকৃত করে, অতঃপর ওটা শুকিয়ে যায়, ফলে তুমি ওটা হলুদ বর্ণ দেখতে পাও, অবশেষে তা খড় কুটায় পরিণত হয় । পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি । দুনিয়ার জীবন ছলনাময় ধোকা ব্যতীত কিছুই নয় । - আল কোরআন, সূরা হাদীদ, আয়াত- ২০ ।

তোমরা কি মনে করে রেখেছ তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে

তোমরা কি মনে করে রেখেছ তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে ? অথচ এখনো আল্লাহ দেখেনইনি, তোমাদের মধ্যে কে তাঁর পথে প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত এবং কে তাঁর জন্য সবরকারী৷ সূরা আল ইমরান, আয়াত- ১৪২ ।

রমাজানের ফজীলত সম্পর্কে রাসূল স. ইরশাদ করেন

রমাজানের ফজীলত সম্পর্কে রাসূল স. ইরশাদ করেন,"রমজান মাসে প্রত্যেক মুসলমানের দোয়া কবুল করা হয়"। বিশেষ করে ইফতারের পুর্বে ইফতার সামনে নিয়ে দোয়া করা সর্বউত্তম।

Read Sura Waqiah Online - অনলাইনে সূরা ওয়াকিয়া পড়ুন

Read Sura Waqiah Online :

 অনলাইনে সূরা ওয়াকিয়া পড়ুন...

Click Here To Read Sura Al Waqiah

SURA WAQIAH

Al Quran Full With Translation Download

Al Quran Full With Translation Download :

The Holy Quran

Translated By Dr. Zohurul Haque

Bangla + Arabic

With Details Tafsir

Download Islami Gozol - ইসলামী গজল ডাউনলোড করুন

Download Islami Gozol :

Category : Islamic Song
Singer : Saifullah Mansur
Title : Ei Bari Ei Ghor
ডাউনলোড-