তারাবীহ নামাজ না পড়লে রোজা হবে কি
তারাবীহ নামাজ পড়লে অঢেল সওয়াব, না পড়লে কোন সওয়াব নেই । তবে এ জন্য রোজার কোন ক্ষতি হবে না ।
তারাবীজের সওয়াব আলাদা, রোজার সওয়াব আলাদা । তারাবীহ রোজাকে পরিপূর্ণ করে এবং আল্লাহর অপার সন্তুষ্টির অন্যতম মাধ্যম এ তারাবীহ ।