তোমরা ভালোভাবে জেনে রেখো, দুনিয়ার জীবনতো খেল-তামাশা, জাকজমক, পারস্পরিক
অহংকার প্রকাশ, ধন সম্পদ ও সন্তান-সন্ততি প্রাচুর্য লাভের প্রতিযোগীতা
ব্যতীত আর কিছুই নয় । এর উপমা বৃষ্টি, যার দ্বারা উৎপন্ন শস্য-সম্ভার
কৃষকদের চমৎকৃত করে, অতঃপর ওটা শুকিয়ে যায়, ফলে তুমি ওটা হলুদ বর্ণ দেখতে
পাও, অবশেষে তা খড় কুটায় পরিণত হয় । পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর
ক্ষমা ও সন্তুষ্টি । দুনিয়ার জীবন ছলনাময় ধোকা ব্যতীত কিছুই নয় । - আল কোরআন, সূরা হাদীদ, আয়াত- ২০ ।