কুরআনের কঠোর বাণী :
নিশ্চয়ই মানুষ নিজের প্রতিপালকের প্রতি বড় অকৃতজ্ঞ, আর তার নিজেরও একথা জানা আছে, আর সে পার্থিব সম্পদের আসক্তিতে অত্যন্ত পাকা । তার কি সে সময়টি জানা নেই, যখন জীবিত করা হবে যত মৃত কবরে রয়েছে । আর সুষ্পষ্ট রূপে প্রকাশ পাবে যা কিছু মনের মধ্যে আছে । অবশ্যই তাদের প্রতিপালক তাদের সেদিনের অবস্থা সম্পন্ধে সম্পূর্ন জ্ঞাত আছেন । আল কুরআন, সূরা আদিয়াত, আয়াত ৬-১১ ।