আল কোরআনের মর্মবাণী - রমজানের প্রয়োজনীয় তাফসীর, হাদীস ও বাণী: April 2015

সূরা ইয়াছীন অনুবাদসহ - Sura Yasin Full With Translation


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
يس
01
ইয়া-সীন
وَالْقُرْآنِ الْحَكِيمِ
02
প্রজ্ঞাময় কোরআনের কসম।
إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
03
নিশ্চয় আপনি প্রেরিত রসূলগণের একজন।

রোজার গুরুত্ব, মর্যাদা ও উপকারিতা

রোজার গুরুত্ব :
রাসুল (সাঃ) বলেছন রমজান মাসে আমার উম্মত কে পাঁচটি নিয়ামত দান করা হয়েছে যা আগের উম্মতকে দেওয়া হয়নি -
(১) রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত
(২) ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন 
(৩) রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
(৪) শয়তানকে বন্দি করা হয়
(৫) রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়।

আল হাদীসের বাণী

আল হাদীসের বাণী :
হজরত আনাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, বিতশ্রদ্ধ করো না' (বুখারী ও মুসলিম)।

আল-কুর'আন এর বাণী

আল-কুর'আন এর বাণী :

তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষদের কে আল্লাহর পথে ডাকে, নিজে নেক আমল করে এবং ঘোষনা করে আমি মুসলমানদের মধ্যে একজন। -আল-কুর'আন